" বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী--
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু
রয়ে গেল অগোচরে।"
পৃথিবী যেমন আয়তনে বিশাল তেমনি এর রূপও বৈচিত্র্যময়।কিন্তু তার বেশিরভাগই মানুষের অজানা। অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের চিরকালের। তাই সে হৃদয়ের আকাঙ্ক্ষা মেটাতে বেরিয়ে পরে ভ্রমণে।
তখন তার মনের মণিকোঠায় উঁকি দেয় -
" থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎ টাকে"
-এর মাধ্যমেই সে তার সীমাবদ্ধতা কে অতিক্রম করতে চায়,তার দীনতা ঘোচাতে চায়। সেকারণে অযথা ঘরে বসে না থেকে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে, নিজেকে আরও সমৃদ্ধ করে তুলতে আজই বেরিয়ে পড়ুন দেশ-দেশান্তরের উদ্দেশ্যে।
No comments:
Post a Comment