Showing posts with label beauty of bengal. Show all posts
Showing posts with label beauty of bengal. Show all posts

Tuesday, February 7, 2023

উইকএন্ড ট্যুরে মুকুটমণিপুর (Weekend Trip > Mukutkmonipur)

                              মুকুটমণিপুর

 
 কংসাবতী বাঁধের জন্য বিখ্যাত মুকুটমণিপুর বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। 
 
কুমারী ও কংসাবতী এই দুই নদীর সংযোগস্থলে অবস্থিত এই সুবিশাল জলাধার-যেন এক টুকরো সমুদ্র।
                                                                                                                                                    
( Mukutmanipur dam )
( Mukutmanipur sightseeing )
বাঁধের পাশে অনুচ্চ পাহাড়।
বিকেলের নরম আলোয় বাঁধের পাড়ে বসে অথবা নৌকাভ্রমণে দেখতে পারেন সূয্যিমামার পাটে যাওয়া, যেতে পারেন বনপুকুরিয়া ডিয়ার পার্ক, একটু জঙ্গল ভ্রমণ হয়ে যাবে সেক্ষেত্রে।


 দেখবেন পরেশনাথ মন্দির।স্থানীয় মানুষদের কাছে পবিত্র স্থান।এখানে শিব ও জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি রয়েছে।
এখান থেকে বিকেলের সূর্যাস্ত অসম্ভব সুন্দর লাগে।
 
মুসাফিরানা চিলড্রেন পার্ক- এখানে 'সহজ পাঠ' একটু ঝালিয়ে নেয়া বা একটু ছেলেবেলা ফিরে পাওয়া। 
 
 
 
বাঁধের থেকে ৩কিমি দূরে অম্বিকানগর গ্রাম।দেবী দুর্গা এখানে অম্বিকা রুপে পুজিত হন, বাঁধের উপর থেকে সবুজে মোড়া গ্রামগুলো খুব সুন্দর দেখায়।
 
 
থাকবেন কোথায় :- বনদপ্তরের সোনাঝুড়ি রিসর্ট,ইরিগেশন ডিপার্টমেন্ট এর বাংলো। সরকারি যুব আবাস। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি  লজ ও হোটেল গড়ে উঠেছে আজকের মুকুটমণিপুরে।( Mukutmanipur hotels )

 
 
 হাওরা,শালিমার বা সাঁতরাগাছি থেকে বাঁকুড়া যাওয়ার যে কোনো ট্রেন ধরে বাঁকুড়া ষ্টেশনে নামতে হবে।
বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় 55 কিমি দূরে মুকুটমণিপুর যাওয়ার বাস প্রায় মেলে।
আবার হাওরা-আসানসোল ট্রেন লাইনে দুর্গাপুর ষ্টেশনে নেমে বাস যোগে  বাঁকুড়া যাওয়া যায়।
 
 
 
                 দু একদিনের আউটিং-এ মুকুটমণিপুর মন্দ নয়।
 
 
***মুকুটমণিপুর ট্যুরের সঙ্গে আপনারা যোগ করতে পারেন সুতানের ১১মাইল জঙ্গল ও ঝিলিমিলি। ঝিলিমিলি ও সুতান এর ডিটেলস পরবর্তী পোষ্টে।


Exploring the Rich Tapestry of Indian Tourism: A Journey Through Diversity

 Exploring the Rich Tapestry of Indian Tourism: A Journey Through Diversity    Preface:    India, with its vast and different geography, ric...