الثلاثاء، 21 فبراير 2023

চারধাম যাত্রা রেজিস্ট্রেশন ২০২৩ (Char Dham Yatra Registration 2023)

 চারধাম যাত্রা ২০২৩

Char Dham Yatra Registration

(কেদারনাথ,বদ্রিনাথ,গঙ্গত্রী,যমুনেত্রী)

................................................................................

আজ থেকে শুরু হয়ে গেল চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ।

 

এবছর কেদারনাথ মন্দিরের দরজা  খুলবে ২৫শে এপ্রিল সকাল ৬টা বেজে ২০মিনিটে  

এবং 

বদ্রিনাথ মন্দিরের দরজা খুলবে  ২৭শে এপ্রিল সকাল ৭টা বেজে ১০মিনিটে ।

 Kapat Opening Date for Kedarnath Dham: 25 April 2023 and for Badrinath Dham: 27 April 2023

মনে রাখবেন 

(Kind Attention)


রেজিস্ট্রেশন করতে কোন ফি লাগে না।

 চারধাম এবং হেমকুন্ড সাহিব যাত্রার সময় অনুগ্রহ করে বৈধ ব্যক্তিগত আইডি প্রমাণ সঙ্গে রাখুন।


তিনভাবে রেজিস্ট্রেশন করা যাবে

(Modes of Registration)


 1) অনলাইনে এই ওয়েব পোর্টালের মাধ্যমে  click here

 

 2) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে - ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড (অ্যান্ড্রয়েড অ্যাপ এবং iOS অ্যাপ ডাউনলোড করুন)  

 

3) WhatsApp সুবিধার মাধ্যমে - মোবাইল নম্বর: +91 8394833833 টাইপ করুন: হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে "যাত্রা"।

 

***রেজিস্ট্রেশন করার পর  pdf ফাইল অবশ্যই ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন। 

 

ওখানে শুধুমাত্র মোবাইল অ্যাপে "QR কোড" স্ক্যান করার মাধ্যমে বা "যাত্রা রেজিস্ট্রেশন লেটার" প্রিন্ট কপির মাধ্যমে ভেরিফাই করা হবে।

Physically only at the shrine being visited through scanning of the “QR Code” in the mobile app or downloaded “Yatra Registration Letter”.

           🙏🙏🙏

 

الثلاثاء، 7 فبراير 2023

উইকএন্ড ট্যুরে মুকুটমণিপুর (Weekend Trip > Mukutkmonipur)

                              মুকুটমণিপুর

 
 কংসাবতী বাঁধের জন্য বিখ্যাত মুকুটমণিপুর বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। 
 
কুমারী ও কংসাবতী এই দুই নদীর সংযোগস্থলে অবস্থিত এই সুবিশাল জলাধার-যেন এক টুকরো সমুদ্র।
                                                                                                                                                    
( Mukutmanipur dam )
( Mukutmanipur sightseeing )
বাঁধের পাশে অনুচ্চ পাহাড়।
বিকেলের নরম আলোয় বাঁধের পাড়ে বসে অথবা নৌকাভ্রমণে দেখতে পারেন সূয্যিমামার পাটে যাওয়া, যেতে পারেন বনপুকুরিয়া ডিয়ার পার্ক, একটু জঙ্গল ভ্রমণ হয়ে যাবে সেক্ষেত্রে।


 দেখবেন পরেশনাথ মন্দির।স্থানীয় মানুষদের কাছে পবিত্র স্থান।এখানে শিব ও জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি রয়েছে।
এখান থেকে বিকেলের সূর্যাস্ত অসম্ভব সুন্দর লাগে।
 
মুসাফিরানা চিলড্রেন পার্ক- এখানে 'সহজ পাঠ' একটু ঝালিয়ে নেয়া বা একটু ছেলেবেলা ফিরে পাওয়া। 
 
 
 
বাঁধের থেকে ৩কিমি দূরে অম্বিকানগর গ্রাম।দেবী দুর্গা এখানে অম্বিকা রুপে পুজিত হন, বাঁধের উপর থেকে সবুজে মোড়া গ্রামগুলো খুব সুন্দর দেখায়।
 
 
থাকবেন কোথায় :- বনদপ্তরের সোনাঝুড়ি রিসর্ট,ইরিগেশন ডিপার্টমেন্ট এর বাংলো। সরকারি যুব আবাস। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি  লজ ও হোটেল গড়ে উঠেছে আজকের মুকুটমণিপুরে।( Mukutmanipur hotels )

 
 
 হাওরা,শালিমার বা সাঁতরাগাছি থেকে বাঁকুড়া যাওয়ার যে কোনো ট্রেন ধরে বাঁকুড়া ষ্টেশনে নামতে হবে।
বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় 55 কিমি দূরে মুকুটমণিপুর যাওয়ার বাস প্রায় মেলে।
আবার হাওরা-আসানসোল ট্রেন লাইনে দুর্গাপুর ষ্টেশনে নেমে বাস যোগে  বাঁকুড়া যাওয়া যায়।
 
 
 
                 দু একদিনের আউটিং-এ মুকুটমণিপুর মন্দ নয়।
 
 
***মুকুটমণিপুর ট্যুরের সঙ্গে আপনারা যোগ করতে পারেন সুতানের ১১মাইল জঙ্গল ও ঝিলিমিলি। ঝিলিমিলি ও সুতান এর ডিটেলস পরবর্তী পোষ্টে।


Exploring the Rich Tapestry of Indian Tourism: A Journey Through Diversity

 Exploring the Rich Tapestry of Indian Tourism: A Journey Through Diversity    Preface:    India, with its vast and different geography, ric...