।। ডেস্টিনেশন কেদারনাথ ।।
বাজেট > একনজরে
প্রথম পর্বে আমরা কেদারনাথ যাওয়ার একটা ধারনা পেয়েছি।
এবার আমরা জানবো কেদারনাথ গেলে কিরকম খরচ হতে পারে...
১) হরিদ্বার থেকে অনেক প্রাইভেট বাস সার্ভিস আছে । অফলাইন অনলাইন দুভাবেই বুকিং হয়।
অনলাইন:- redbus, Abhibus,makemytrip,goibibo etc.
অফলাইন:- TGMOC,GMOU এর অফিস বা এজেন্সি গুলোও বুক করে দেয়। হরিদ্বার স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডের আশেপাশে এই অফিস,অনেক এজেন্সি আছে।
ভাড়া ৮০০ টাকা। অফারে ৬০০টাকা হয় আবার ১০০০ টাকাও হয়ে যায়।
বাস না পাওয়া গেলে এজেন্সি গুলো শেয়ার গাড়ি তে নিয়ে যায়। এগুলোর ভাড়া যাকে যেমন পায়। ৭০০টাকা থেকে ১৫০০টাকা।
২)হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার কোনো সরকারি বাস নেই। সরকারি বাস ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে পাওয়া যায়। সরকারি বাস ধরতে চাইলে হরিদ্বার থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড যেতে হবে। কোনো অনলাইন বুকিং হয়না।ভাড়া ৪০০ থেকে ৬০০টাকার মধ্যে। ( তবে মাঝে মাঝে হরিদ্বার থেকেও বাস থাকে। তবে সেটা হরিদ্বার বাস স্ট্যান্ড এ খোঁজ নিতে হবে।)
৩)বাস সার্ভিস সীতাপুরে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড অব্দি যাবে।এখান থেকে সোনপ্রয়াগ 1.5km।
৪) হরিদ্বার এ থাকার হোটেল/ধর্মশালা আছে।
৫) হরিদ্বার থেকে দিন হিসাবে গাড়ি রিজার্ভও হয়।চার সিটের গাড়ি দিনপ্রতি 3000 টাকা হিসাবে ভাড়া নেয়।প্যাকেজ ট্যুরও হরিদ্বার থেকে হয়।
শুধু সোনপ্রয়াগ যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করতে পারেন।ভাড়া 5k-8k।
৬)গৌরিকুন্ড থেকে শেয়ার গাড়ি 50টাকা জনপ্রতি।রিজার্ভ করতে চাইলে 10জনের হিসাবে 500টাকা নেবে।
৬) গৌরিকুণ্ডে হোটেল প্রচুর আছে।
GMVN ও আছে। GMVN Booking> Click here for booking
হোটেল:- ডবল বেড 1500টাকা , ট্রিপল বেড 2500টাকা , ফোর বেড 3500টাকা ।এই হিসেবে ধরে রাখুন।রিকোয়েস্ট করতে হবে। দরদাম করতে হবে। কোনো ফিক্সড রেট নেই।
(সেপ্টেম্বর,2022 লাস্ট উইক ফোর বেড 3k নিয়েছিল)
৭)গৌরিকুন্ডে লাঠি 50টাকা। রেইনকোট 100টাকা।
ফিরে এসে লাঠি ফেরতও দিতে পারেন 20/30 টাকায়। রেইনকোট ওপরে কিনলে দাম বেড়ে যাবে।
৮) পুরো রাস্তা জুড়েই খাবারের দোকান। চা,ম্যাগি,আলু পরোটা, রাজমা চাউল লেবু জল, ফল সব কিছুই আছে।
৯) কেদারনাথে থাকার জায়গা:-
কেদারনাথ বেস ক্যাম্প(নন্দী কমপ্লেক্স) ও কেদারনাথ হেলিপ্যাডের কাছে GMVN (স্বর্গারোহিনী কমপ্লেক্স) আছে।
বেস ক্যাম্প ও হেলিপ্যাডের কাছে বড় ছোট মিলিয়ে প্রচুর টেন্ট আছে।
রেট মাথাপিছু 400-600টাকা।
মন্দিরের আশেপাশে হোটেল ভাড়া 5k থেকে শুরু করে 12k পর্যন্ত হাঁকে।কতজন যাবেন সেই হিসাবে ওরা হাঁকে। মাথাপিছু 1000থেকে 2000টাকা ধরে রাখুন। যা বলবে দরাদরি করে কমাতে হবে।
***গুগল ম্যাপে কেদারনাথের প্রায় হোটেলের ফোন নং ফ্রড আছে। তাই আগে ভালো ভাবে যাচাই করে বুক করবেন। স্ক্যাম এ পা দেবেন না।
কেদারনাথ এর হোটেলের ভিজিটিং কার্ড বা ফোন নং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে অনেকেই পোস্ট করেছেন। সেগুলোই ফোন করুন।সব গুলোই কথা বলুন।পেমেন্ট করার আগে একবার ভিডিও কল করে হোটেল থেকে মন্দির বা এলাকা একটু দেখাতে বলবেন। এরকম ভাবে কনফার্ম করতে পারেন।😀
অনেকে মন্দিরের পূজারীর মাধ্যমে বুক করেন।সেটাও ভালো।
শুধু অনলাইন থেকে ফোন নং নিয়ে 'ফট' করে বুক/পেমেন্ট করবেন না।
কম রেটের কথা বলে আপনাকে তাড়াতাড়ি পেমেন্ট করতে বলবে।(আমার এক আত্মীয়ের হয়েছে এমন ঘটনা ৩০০০ টাকা গেছে এরমভাবে)
তাই ভুলেও পা দেবেন না।
সবচেয়ে বেস্ট অপশন GMVN বুক করা।কোনো রিস্ক থাকবেনা।
১০) কেদারনাথে সবকিছুর দাম বেশি। যা দাম তার থেকে দুগুন-তিনগুন দাম বেশি।
যেমন:- চা30,কফি40,ম্যাগি80-100,জিলিপি 100গ্রাম 50টাকা, 1লিটার জল 50-80 টাকা,ভেজ থালি 150-200 টাকা এমন।
ভাণ্ডারা:- অনেক ভাণ্ডারা আছে।একটু খুঁজে নিতে হবে।যতক্ষন খাবার থাকবে ততক্ষণ খাবার পাবেন। দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে খাচ্ছেন।কোথাও থালা নিয়ে মানুষজন লাইন দিয়েছেন। এসব দেখে বুঝে যাবেন।বা পুলিশ/পন্ডিতজি ওঁদের জিজ্ঞাসা করে নিতে পারেন।
ভাণ্ডারার দানপাত্রে চাইলে আপনি ইচ্ছেমত দানও করতে পারেন।
১১) হেলিকপ্টার সার্ভিস( kedarnath helicopter price )
Helicopter Booking > Click here
হেলি পয়েন্ট রাউন্ড ট্রিপ ফেয়ার
*গুপ্তকাশী থেকে 7750 টাকা
*ফাটা থেকে 4720 টাকা
*সেরশী থেকে 4680 টাকা
১১)***
2013 সালে ফুঁসে ওঠা মন্দাকিনীর তান্ডবে ধুলিস্মাৎ হয়ে গেছিল কেদার ধাম। একটা বিরাট প্রকান্ড পাথর বাঁচিয়ে ছিল মহাদেবের মন্দির। সরকার নতুন করে রাস্তা তৈরি করে কেদার ধাম সাজিয়ে তুলেছে।সিনেমা হয়েছে 2013র মহাপ্রলয় নিয়ে। যেভাবে সেখানে কংক্রিটের বিল্ডিং তৈরির কাজ চলছে ভবিষ্যতে কী হবে স্বয়ং কেদার বাবা জানেন।
সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কেদারনাথ ধাম এখন লাইমলাইটে।
মানুষের আনাগোনা যত বাড়ছে, সেখানে থাকা-খাওয়ার খরচ বেড়েছে।
কোনোকিছুর ফিক্সড রেট নেই।যে যেভাবে পারছে দাম নিচ্ছে।
সার্বিকভাবে আমি খরচের একটা ধারণা দেয়ার চেষ্টা করলাম। রেট কম বেশি হবে।
যারা ইতিমধ্যে ঘুরে এসেছেন আপনারাও রেট গুলো জানাবেন।
আমার কোথাও ভুল হলে বলবেন কারেকশন করে নেবো।
জয় কেদার 🙏🙏🙏
হর হর মহাদেব🙏🙏🙏
No comments:
Post a Comment